ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গাইডলাইন
আপনি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার নিয়ে গুগলে সার্চ করছেন তার মানে আপনি জানতে চান আসতে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কত টুকু সফলতা পাবেন।
ডিজিটাল মার্কেটিং সেক্টরে অনেক গুলো ভাগ আছে সকল ক্ষেত্রে ক্যারিয়ার উন্নত করা সম্ভব তা বলবো না। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো ক্যারিয়ার গড় সম্ভব। কোন কোন ডিজিটাল মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার গড়া সম্ভব সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে।
নোটঃ আমি বিগত ৪ বছর থেকে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সির অনপেজ এসইও এবং কন্টেন্ট রাইটার কাজ করে আসতেছি।
কেন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসাবে বেচে নেওয়া উচিত
সময়েরে সাথে সাথে মার্কেটিং করার প্রসেস পরির্বতন হচ্ছে। আজকে আপনি বা আমি যে ভাবে নিজের বা পন্যের মার্কেটিং করতেছি। ৫ বছর পরে এই প্রসেসটি পরির্বতন হয়ে যাবে এটাই স্বাভাবিক।
সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখার জন্য সময়ের ট্রেডিং বিষয় গুলো জানে রাখা উচিত। আপনি সময়ের ট্রেডিং প্লাটফর্মে সাথে তাল মিলিয়ে চলতে না পারলে নিজেকে প্রতিযোগিতা মূলক বাজারে ধরে রাখতে পারবেন না।
চাকরীর চাহিদাঃ প্রতি দিন নতুন নতুন জব সেক্টর ওপেন হচ্ছে যেখানে নতুন ট্যালেন্টদের জায়গা তৈরি হচ্ছে। চাকরীর চাহিদা বিবেচনা করলে ডিজিটাল মার্কেটারের জন্য গত ৫ বছরে জবের চাহিদা বৃদ্ধি পেয়েছে ৯০%। তার মানে আজ থেকে ২ থেকে ৩ বছর পরে ডিজিটাল মার্কেটারের চাহিদা বৃদ্ধি পাবে সমান হরে।
আপনি আজকে কোন ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করার পর অভিজ্ঞতা সংগ্রহ করতে পারলে আপনার চাকরীর অভাব হবে না।
বেতনঃ একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার প্রতি মাসে মিনিমাম ২৫,০০০ থেকে ৩০,০০০ হাজার টাকা বেতন ডিমান্ড করে। এবং দুই থেকে ৩ বছর পর পর এই বেতন ১/২ গুন হারে বৃদ্ধি পায়। ধরুন আপনার বেতন ৩০,০০০ হাজার টাকা ২ বছর পর আপনার বেতন হবে ৪৫,০০০ হাজার টাকা।
ফ্রিল্যান্সিংঃ একজন ডিজিটাল মার্কেটার অফিস টাইমের বাইরে সময় পেলে ফ্রিল্যান্সিং করে বাড়তি অর্থ আয় করার সুযোগ আছে। যদি কোন দিন আপনার চাকরী চলে যায় তাহলেও আপনার আয় বন্ধ হবে না। কারন একজন ডিজিটাল মার্কেটার অনলাইন এবং অফলাইন দুই সেক্টরে সমান ভাবে কাজ করে আয় করতে পারে।
কাজের মূল্যায়ন বৃদ্ধিঃ ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনার কাজ করার অভিজ্ঞতা যত বেশি বৃ্দ্ধি পাবে তত বেশি আপনার ডিমান্ড বৃদ্ধি পাবে। মানে সময়ের সাথে সাথে আপনার জনপ্রিয়তা এবং অর্থ দুইটি বিষয় বৃদ্ধি পাবে।
উদ্দ্যোক্তাঃ একজন ডিজিটাল মার্কেটের চাইলে নিজে আয় করার সাথে সাথে ১০ জন মানুষের আয় করার ব্যবস্থা করে দিতে পারে। আপনি নিজে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওপেন করতে পারবেন। এবং নিজেকে একজন আইটি উদ্দ্যোক্তা হিসাবে প্রকাশ করতে পারবেন।
বাসা থেকে কাজ করার সুবিধাঃ একজন ডিজিটাল মার্কেটার তার পন্য বা সেবা বিক্রি করার জন্য ফিল্ডে কাজ করে না। বাসা থেকে ডিজিটাল মার্কেটিং কাজ করা যায়।
কাজ পাওয়ার নিশ্চয়তাঃ প্রায় প্রতিটি সেক্টরে ডিজিটাল মার্কেটারের দরকার হয়। এমন কোন ইন্ড্রাস্ট্রি নেই যেখানে ডিজিটাল মার্কেটার দরকার নেই। যেহেতু প্রতিটি সেক্টরে ডিজিটাল মার্কেটার দরকার হয় সেহেতু কাজ পাওয়াটা সহজ হয়ে যায়।
বিদেশে কাজ পাওয়া যায়ঃ শুধু দেশে নয়। আপনি পৃথিবীর যে কোন প্রান্তে একজন ডিজিটাল মার্কেটার হয়ে কাজ করতে পারবেন। এটাও হওয়া সম্ভব যে, বাংলাদেশে বসে ইউকের কোন কোম্পানির ডিজিটাল মার্কেটিং লিডার হিসাবে কাজ করছেন। এবং বেতন ডলারে পাচ্ছেন।
কাজ শেখার সুবিধাঃ একজন ডিজিটাল মার্কেটার শুধু একটি বিষয় নিয়ে কাজ করতে পারে না। কারন ডিজিটাল মার্কেটিং সেক্টরের প্রতিটি সেক্টর একে অপরের সাথে রিলেটেড। সুতরাং ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রতিটি বিষয় নিয়ে শেখার সুযোগ থাকছে।
ডিজিটাল মার্কেটিং সেক্টর নির্বাচন

ডিজিটাল মার্কেটিং একটি বিভাগ। তার মধ্যে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, কপি রাইটার, কন্টেন্ট রাইটার, এসইও, এসএমই, ইত্যাদি মার্কেটিং সেক্টর।
আপনাকে যে কোন একটি সেক্টর বাছাই করে নিয়ে তার উপর ক্যারিয়ার তৈরি করতে হবে। আপনি যদি সকল দিকে ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে পারবেন না। চলুন ডিজিটাল মার্কেটিং সেক্টর গুলো নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি।
এসইও ( সার্চ ইজ্ঞিন আপটিমাইজেশন ): প্রতিটি সার্চ ইজ্ঞিন আপনার লেখা কন্টেন্ট গুলো পজিশন দিয়ে থাকে নিদিষ্ট কিছু কারনে। যদি সার্চ ইজ্ঞিন গুলো নিদিষ্ট করে ব্লগের পজিশন তৈরি করার কারন গুলো কখনো প্রকাশ করে না।
তাবে কিছু কিছু ইশারা পাওয়া যায় যে কারনে ১০০% না হলেও ৮০% বোঝা সম্ভব কি কি কারনে একটি ব্লগ পোষ্টকে সার্চ ইঞ্জিন পজিশন দিয়ে থাকে। পজিশন বলতে সার্চ রেজাল্টের ১ থেকে ১০ নম্বরে থাকা ওয়েবসাইট গুলোর কথা বলতেছি।
প্রতিটি সার্ভিস এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করা ব্লগ গুলো তাদের অবস্থান গুগল সার্চ রেজাল্টে ধরে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এছাড়া ই-কমার্স প্লাটফর্ম গুলো তাদের ওয়েবসাইটের পজিশন তৈরি করার জন্য এসইও করে থাকে।
প্রায় অনলাইন সেক্টরের প্রতিটি ক্ষেত্রে এসইও ওয়ার্কার দরকার। এসইও ব্যতিত একটি কোম্পানি তাদের রেভিনিউ গ্রোথ করতে পারবে না। কারন একটি কোম্পানি কত দিন পেইড মার্কেটিং করে কাস্টমার নিয়ে আসবে নিজের ওয়েবসাইটে।
এর থেকে মানুষ গুগলে নিদিষ্ট টপিক যে গুলো আমার সার্ভিস বা পন্যের সাথে মিল আছে এমন কিছু দিয়ে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইটি পায়। এসইও করে একটি ওয়েবসাইটের ফ্রি ট্রাফিক জেনারেট করা সম্ভব।
এসইও কাজ গুলোঃ
- অনপেজঃ শর্ট ইউআরএল, মেটা বর্ননা, টাইটেল, লিংক রিসোর্স, অপটিমাইজ ইমেজ, মার্ক-আপ, ইন্টানাল লিংকিং।
- এসইও বেসিকঃ গুগল সার্চ কনসোল, ওয়েব মাস্টার, গুগল এনালাইটিক, সাইট-ম্যাপ সাবমিট, ইনস্টল এসইও প্লাগিং, রোবট টেক্ট।
সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ যে কোন ছোট বা বড় কোম্পানি গুলো তাদের পন্যের প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো নির্বাচন করে থাকে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনন্সটাগ্রাম, টেলিগ্রাম, টিকটর, জনপ্রিয়।
একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার জানে কিভাবে পন্য বা সেবার মার্কেটিং করতে হবে। বাজেট ঠিক রেখে নিদিষ্ট কাস্টমার টার্গেট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পন্যের বিক্রি বৃদ্ধি করাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটারের কাজ।
কন্টেন্ট রাইটিংঃ একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার অনলাইন ব্যবসার সফলতার একজন কান্ডারী বলতে পারেন। কন্টেন্ট তৈরি করার মধ্যে দিয়ে সকল ধরনের গ্রাহক টার্গেট করা যায়।
যেমন আপনি এই লেখাটি যখন পড়ছেন তখন আপনি আমার একজন কাস্টমার ভিজিটর। কারন, আমি চাইলে আপনার কাছে ডিজিটাল মার্কেটিং কোর্স বিক্রি করতে পারি।
অথবা আপনি যে ডিজিটাল মার্কেটিং কোর্স ক্রয় করবেন সেটা জেলে পরর্বতীতে আপনাকে ইমেইল বা এসএমএস করতে পারি। আমি এই লেখার মাধ্যমে অন্য কোন ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং কোর্সের অ্যাফিলিয়েট করতে পারি।
কন্টেন্ট রাইটিং একটি পাওয়ার ফুল এরিয়া যার মাধ্যমে কোন কোম্পানির বিক্রি ২ গুন ৩ গুন করা সম্ভব।
ইমেইল মার্কেটিংঃ আমি এই লেখার মধ্যে ইমেইল সাবসক্রাইব করার একটি পপ-আপ সেট করে দিলাম। আপনি এই লেখা পড়ার সময় আপনাকে বলা হবে আপনার ইমেইল টি এখানে সাবমিট করুন।
পরর্বতীতে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যে কোন আপডেট তথ্য আপনাকে ইমেইলে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অথবা আপনি ইমেইল সাবসক্রাইব করলে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি পিডিএফ ফাইল পাবেন।
এই ভাবে আমি আপনার কাছ থেকে ইমেইল গুলো সংগ্রাহ করলাম। সংগ্রহকৃত ইমেইল গুলো পরর্বতীতে কোন কোর্স বিক্রি করার কাজে লাগবে। আমি এই ইমেইলের মাধ্যমে আপনাকে কোর্স বা অন্য কিছু ক্রয় করার জন্য ইমেইল করতে পারি।
ইমেইল মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন ধরনের টুল বা সফটওয়্যার সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারনা রাখতে হবে। ইমেইল মার্কেটিং করে এখনো সেল জেনারেট করা সম্ভব।
বিজ্ঞাপন দাতাঃ একজন বিজ্ঞাপন দতার কাছ হচ্ছে অন্য সকল ডিজিটাল মার্কেটিং সেক্টরের লোক গুলোর সাথে যোগাযোগ তৈরি করা। আপনাকে বুঝতে হবে আপনার পন্য বা সেবার জন্য কোন ধরনের বিজ্ঞাপন কাজ করবে।
কোন সেক্টরে মার্কেটিং করলে কোম্পানি বেশি বেনিফিট হবে। একজন বিজ্ঞাপন দাতা জব একটি কোম্পানির ব্যাকবোন বলতে পারেন।
একই সাথে বিজ্ঞাপন দাতা প্রায় ডিজিটাল মার্কেটিং সেক্টরের প্রতিটি ক্ষেত্রের জ্ঞান রাখেন। এবং তিনি জানেন কোথায় কি ভাবে কি করতে হবে।
সার্চ ইজ্ঞিন মার্কেটিংঃ SEM মার্কেটিং এবং এসইও দুইটি ভিন্ন ভিন্ন মার্কেটিং অবস্থা। অনেক সময় আমরা দুইটি মাধ্যমকে একই করে ফেলি।
একজন SEM ম্যানেজার তার কোম্পানি ক্যাটাগরি অনুযায়ি ট্রেডিং কিওয়ার্ড খুঁজে বের করে এবং সেটা নিয়ে রিসার্স করে থাকে। এবং গুগল বিজ্ঞাপন সার্চ রেজাল্টের প্রথমে যাওয়ার জন্য বিড করে থাকে। অবশ্য এই ধরনের মার্কেটিং একটি কোম্পানির এসইও সেক্টরে সহযোগিতা করে থাকে।
অনলাইনে অনেক টুল আছে যার মাধ্যমে একজন SEM রিসার্স, বিডিং, এ/বি টেস্টিং সহ সকল ধরনের কাজ করতে পারে। SEM রিসার্স এবং এনালাইটিক ক্ষেত্রে দক্ষ হতে হয়।
কিভাবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন?
আপনি যে কোন একটি সেক্টর পছন্দ করে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করতে পারেন। ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করার জন্য নিচের অপশন গুলো ফলো করতে পারেন।
ফ্রিল্যান্সার হয়ে ক্যারিয়ার শুরু করুনঃ প্রথম অবস্থায় আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করতে পারেন।
যদিও অনেক ব্যক্তি আমার এই সাজেশনকে অপছন্দ করবেন তারপরেও আমি বলব এটা ভালো একটি জায়গা যেখানে ভুল থেকে শিক্ষা গ্রহন করা যায়।
এই সেক্টরে সমস্যা হল আপনি ভুল কাজ করলে মার্কেট প্লেস থেকে আর কাজ নাও পেতে পারেন। এই কারনে একজন ডিজিটাল মার্কেটার খুবেই সাবধানতার সাথে কাজ করতে চায়। এবং সব সময় সঠিক কাজটি করে ভায়ারের মন জোগাতে চায়।
এই সাথে আপনি যেহেতু নতুন সেহেতু দেশি বিদেশি অনেক সেক্টরের সাথে কাজ করার সম্ভবনা তৈরি হবে। আপনি অনেক ক্যাটাগরির পন্য বা সার্ভিস নিয়ে কাজ করার ফলে অভিজ্ঞতার পাল্লা বড় হবে।
ইন্টার্নশিপ জবঃ আপনি দেশে বা দেশের বাইরে যে কোন কোম্পানি বা এজেন্সিতে একজন ডিজিটাল মার্কেটার ইন্টান হয়ে কাজ করতে চান এই মর্মে আবেদন করতে পারেন। নাম করা কোন এজেন্সির সাথে ইন্টান হয়ে যোগদান করুন এবং নিজের যোগ্যতার প্রমান দিয়ে কাজ অফার নিন।
জবঃ আমি মনে করি সরাসরি কোন জবে জয়েন করার থেকে অভিজ্ঞতা সংগ্রহ করা ভালো হবে। কারন আপনার অভিজ্ঞতা থাকলে ভালো একটি পজিশনে যে কোন এজেন্সি বা কোম্পানিতে আপনার ভালো বেতনের জব হবে।
শুরুতেই জবে জয়েন করলে কাজের চাপে কোন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। দেখুন শেখা অন্য দিকে সরাসরি কোন প্রজেক্টে কাজ করা দুইটি ভিন্ন বিষয়।
বাংলাদেশের ডিজিটাল মার্কেটারের বেতন বৃদ্ধির গ্রাফ
Glassdoor ওয়েবসাইট থেকে বাংলাদেশের কোম্পানি গুলোর ডিজিটাল মার্কেটার বেতন কাঠামো অনুযায়ি একটি গড় বেতন গ্রাফ নির্ধারন করা হয়েছে।

ডিজিটাল মার্কেটার বেতন USA বেসিসঃ জব টাইটেল ম্যানেজার
কন্টেন্ট রাইটার বেতনঃ বাৎসরিক ৯২,৫৭৫ ডলার।
ইমেইল মার্কেটিং বেতনঃ বাৎসরিক ৯২,৫৭৫ ডলার
এসইও বেতনঃ বাৎসরিক ৯৮,২২৪ ডলার।
বিজ্ঞাপন দাতা বেতনঃ বাৎসরিক ৮৩,৩০১ ডলার।
এসইএম বেতনঃ বাৎসরিক ৯০,৭৩৭ ডলার।
সোশ্যাল মিডিয়া মার্কেটার বেতনঃ বাৎসরিক ৭৩,৯২১ ডলার।
গুগলে সার্চ দিয়ে দেখবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব সব সময় পাওয়া যায়। Linkedin প্রায় ৮ লক্ষ ৬০,০০০ হাজার জব আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এবং এক গবেষনায় দেখা গেছে দক্ষতা সম্পূর্ন ডিজিটাল মার্কেটারের অভার আছে পৃথিবী জুড়ে।
https://nikolinakobali.com/demand-for-digital-marketing-professionals-outstrips-supply-2020/
পরিশেষে বলা যায় ডিজিটাল মার্কেটিং একটি অপার সম্ভাবনাময় ক্যারিয়ার। আপনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হয়ে গেল আপনার চাকরীর কোন অভাব হবে না।
সুতরাং আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে চাইলে আজ থেকে প্লানিং শুরু করুন। আপনি কোন বিষয় নিয়ে পড়ালেখা করছেন এটা কোন বিষয় না। আপনি ডিজিটাল মার্কেটিং পেশায় কত টা দক্ষ সেটাই বেশি গুরুত্বপূর্ন।
অবশ্য এখানে একটি বিষয় আছে বেশির ভাগ এজেন্সি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করে থাকে। এই ক্ষেত্রে আপনি যে কোন বিষয় নিয়ে অর্নাস বা ডিগ্রি কম্পিলিট করতে পারেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করতে হবে।
Click the above button to visit next page
You visited 1/10 pages