ক্যারেক্টার মডেলিং কি?
Mickey Mouse, Betty Boop, Bart Simpson, Steven Universe, Homer Simpson এই সকল বিখ্যাত কার্টুন ক্যারেক্টার গুলো কোন ক্যারেক্টার মডেলিং ডিজাইনার দ্বারা ডিজাইনকৃত।
ক্যারেক্টার মডেলিং হল কোন সিনেমা বা কার্টুন চরিত্রকে থ্রিডি প্রোসেসের মাধ্যমে একটি চরিত্রকে বিশেষ রূপ প্রদান করা। ক্যারেক্টার ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের টুল এবং সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে।
ক্যারেক্টার মডেলিং কোর্স কোথায় করা যাবে?
বর্তমানে Udemy থেকে ক্যারেক্টার মডেলিং কোর্স করে নিতে পারেন। কিন্তু ক্যারেক্টার মডেলিং শেখার অনেক গুলো ধাপ আছে আপনি একই কোর্সে সকল বিষয় নাও পেতে পারেন। এই জন্য আমার সাজেশন হল Udemy থেকে ৪ টি থেকে ৫ টি করার।

Udemy কোর্সের গড় মূল্য ১৪ থেকে ৫০ ডলার পর্যন্ত হতে পারে।
আপনি নিচের দেওয়া ওয়েবসাইট গুলো থেকে ক্যারেক্টর মডেলিং কোর্স গুলো করতে পারবেন।
ক্যারেক্টার মডেলিং ডিজাইনারের ইনকাম
ক্যারেক্টার মডেলিং ডিজাইন করে এই ধরনের ডিজাইনার খুব কম সংখ্যাক পাওয়া যায়। আপনি Freelancer, আপওয়ার্ক ক্যারেক্টার মডেলিং সার্চ করে দেখবেন কাজের অভাব হবে না।
যেহেতু এই সেক্টরে ওয়ার্কারের সংখ্যা কম সেহতু ইনকাম বেশি হবে এটাই স্বাভাবিক। Upwork মার্কেট প্লেসে একজন থ্রি-ডি ডিজাইনার গড়ে ৩০ থেকে ৫০ ডলার পর্যন্ত আয় করে থাকে।

একজন প্রথম শ্রেনীর ডিজাইনার প্রতিমাসে ৩ থেকে ৬ হাজার ডলার পর্যন্ত ইনকাম করে থাকে।
শেষ কথা
ক্যারেক্টর ডিজাইনার ওয়ার্কাটি খুবেই চাহিদা সম্পূর্ণ একটি কাজ। আপনি এই কাজে নিজেকে প্রস্তুত করতে পারলে শুধু অনলাইনে নয় অফলাইনেও প্রচুর কাজের চাহিদা আছে। সময়ের সাথে সাথে থ্রি-ডি রিলেটেড কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
এবং আমি নিঃসন্ধে বলতে পারি এই কাজ শিখতে পারলে আপনার কাজের কোন অভাব হবে না।
Click the above button to visit next page
You visited 1/10 pages