পার্সোনাল ব্লগ কি । ব্যক্তিগত ব্লগ
যে ব্লগের মাধ্যমে নিদিষ্ট কোন বিষয় বস্তু ছাড়া আপনার ব্যক্তি জীবনের কর্ম কান্ড শেয়ার করবেন সেই ধরনের ব্লগকে আমরা পার্সোনাল ব্লগ বলে থাকি। পার্সোনাল ব্লগ আপনি দুই ভাবে করতে পারেন এক ভিডিও গ্রাফির মাধ্যমে দুই লেখার মাধ্যমে।
পার্সোনাল ব্লগের বিষয়বস্তু
পার্সোনাল ব্লগের কোন বিষয়বস্তু হয় না। কারন ব্যক্তিগত জীবনে কে কখন কি করে বলা সম্ভব নয়। ধরুন আপনি আজকে কোথাও বেড়াতে গেলেন সেটা নিয়ে লিখতে পারেন। আবার আপনি বাসায় রুই মাছ দিয়ে ভাত খেয়েছেন সেই বিষয়টি নিয়ে লিখতে পারেন।
নোটঃ বর্তমানে ব্লগিং করার প্রেক্ষাপট পরির্বতন হয়ে গেছে। কারন ব্লগিং করে এখন আয় করা যায়। যদিও প্রথম দিকে ব্লগিং করার মূল উদ্দেশ্য ছিল নিজের বার্তা অন্যের কাছে পৌচ্ছে দেওয়া।
পার্সোনাল ব্লগ কেন করা হয়
এখনো অনেক মানুষ পার্সোনাল ব্লগ লিখে থাকে। কারন এই মানুষ গুলো নিজের আশা, স্বপ্ন, ব্যর্থতা, সফলতা সবার সাথে ভাগ করে নিতে চায়। পার্সোনাল ব্লগের মাধ্যমে আপনি আপনার ব্যক্তি জীবনের একটি অনলাইন কপি রেখে যেতে পারবেন।
যদি সম্পূর্ণ কর্ম কান্ড শেয়ার করা সম্ভব নয় তারপরেও জীবনের কিছু কথা শেয়ার করতে পারবেন। পার্সোনাল ব্লগ এক ধররেন জীবন ডাইরির মত।
আমার পার্সোনাল ব্লগ কে পড়বে।
আপনি আপনার ব্লগটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে পারেন। যদি কারো ভালো লাগে তাহলে সে আপনার ব্লগ প্রতিনিয়ত ভিজিট করবে এবং আপনার লেখা গুলো পড়বে।
যদিও ব্যক্তিগত ব্লগ মানুষ কম লেখে কারন মানুষ পার্সোনাল ব্লগকে ভিডিও করে প্রকাশ করতেছে। আমরা ইউটিউবে যে সকল মানুষের দৈনিক দিন কর্ম কান্ড নিয়ে ব্লগিং দেখি সেগুলো একধরনের পার্সোনাল ব্লগিং।
ধন্যবাদ, আশা করছি পার্সোনাল ব্লগিং কি? এর উত্তরটি আপনি যথাযথ ভাবে পেয়েছেন।
Click the above button to visit next page
You visited 1/10 pages