৯ প্রকার গ্রাফিক্স ডিজাইনের ধরন

গ্রাফিক্স ডিজাইনারের অনেক গুলো ধরন আছে। সকল ধরনের ডিজাইনে দক্ষতা অর্জন করা কঠিন। এই লেখাটি আপনাকে গ্রাফিক্স ডিজাইনারের প্রকার গুলো বুঝাতে সাহায্য করবে।

Type of Graphic Design

এখানে গ্রাফিক্স এবং ডিজাইন দুই ধরনের কাজ গুলোকে দেখানো হয়েছে।

১. লোগো এবং ব্রান্ডিং (Logo & Brand Identity)

  • লোগো ডিজাইন
  • ব্রান্ড স্টাইল গাইড
  • ফন্ট এবং টাইপোগ্রাফি
  • ভিজিটিং কার্ড এবং স্টেশনারি

২. গেমিং (Gaming)

৩. আর্ট & ইলাস্ট্রেশন (Art And Illustration)

৪. ওয়েব & App ডিজাইন (Web and App Design)

৫. মার্কেটিং ডিজাইন (Marketing Design)

৬. ভিজুয়াল ডিজাইন (Visual Design)

  • ফটোশপ এডিটিং
  • প্রেসেন্টেশন ডিজাইন
  • ইনফোগ্রাফিক ডিজাইন
  • ভেক্টর ট্রেসিং
  • রিঝুম ডিজাইন

৭. আর্কিটেকচার & বিল্ডিং ডিজাইন (Architecture & Building Design)

  • আর্কিটেকচার & ইন্টেরিয়র ডিজাইন
  • ল্যান্ডস্ক্যাপে ডিজাইন
  • বিল্ডিং ইঞ্জিনিয়ারিং
  • বিল্ডিং ইনফরমেশন মডেলিং

৮. ফ্যাশন & মেরচণ্ডিসে ( Fashion & Merchandise )

  • প্রিন্ট ডিজাইন
  • ফ্লায়ার ডিজাইন
  • ভাউচার ডিজাইন
  • পোস্টার ডিজাইন
  • ক্যাটালগ ডিজাইন
  • মেনু ডিজাইন
  • ইনভিটেশন ডিজাইন

৯. প্রোডাক্ট & ক্যারেকটর ডিজাইন (Product & Characters Design)

যে কোন ডিজাইন কোর্স শুরু করার পূর্বে মার্কেট রিসার্স করে নেওয়া দরকার। মার্কেট রিসার্স বলতে কোন ধরনের কাজরে চাহিদা বেশি কিন্তু ডিজাইনার সংখ্যায় কম।

যেমন আপনি যদি লোগো এবং ভিজিটিং কার্ড ডিজাইন করার উপর কোর্স করেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবেন না।

আবার আপনি যদি ফন্ট ডিজাইন করার কাজ শেখেন তাহরে ফ্রিল্যান্সিং প্লাটফর্ম গুলোতে ভালো কিছু করতে পারবেন। এবং ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার পূর্বে কোন ধরনের ফ্রিল্যান্সিং কাজের গুরুত্ব বেশি সেটা অব্যশই আপনার জানা উচিত।

প্রতিযোগিতা কম এমন কাজ বাছাই করা সব থেকে বুদ্ধি মানের কাজ হবে।

উপরের উল্লেখ্য করার গ্রাফিক্স এবং ডিজাইন ‍গুলো নিয়ে বিস্তারিত জানার জন্য গুগলে অথবা ইউটিউব সার্চ করে দেখতে পারেন।

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar