৬টি অ্যাপ দরকার মোবাইল দিয়ে ব্লগিং করার জন্য
মোবাইল দিয়ে ব্লগিং করা যায় সেই ক্ষেত্রে আপনাকে জানতে কিভাবে সহজে মোবাইল দিয়ে ব্লগিং করা যায়। আপনি সরাসরি ল্যাপটপ বা ডেক্সটপ ভার্সন দিয়ে ব্লগ মেইনটেইন করতে গেলে অনেক সমস্যা হবে।
বেশির ভাগ ক্ষেত্রে যে সমস্যা টা হয় সেটা হল মোবাইলের শর্ট স্ক্রিনের সমস্যা। অনেক অপশন সঠিক ভাবে দেখা যায়। সকল অপশন সঠিক ভাবে না দেখতে পাওয়ার কারনে কাজ করতে সমস্যা হয়।
আজকে আমি এমন ৫টি অ্যাপ দিয়ে কথা বলব যে অ্যাপ গুলো আপনাকে সহযোগিতা করবে মোবাইল দিয়ে ব্লগ মেইনটেইন করার জন্য।
১. ব্লগার অ্যাপ
আপনি Blogspot ব্যবহার করে ব্লগিং করে থাকলে ব্লগার অ্যাপ আপনার জন্য পারফেক্ট। আপনি ব্লগার অ্যাপ ব্যবহার করে সম্পূর্ন ব্লগ মেইনটেইন করতে পারবেন।
যদিও ব্লগার অ্যাপে কিছু লিমিটেশন থাকে। তারপরেও ব্লগ লেখা এবং পোষ্ট করার জন্য ব্লগার অ্যাপ যথেষ্ট ভালো। ব্লগার অ্যাপ দিয়ে আপনি যা যা করতে পারবেন।
ব্লগ লিখতে পারবেনঃ আপনি ইচ্ছা মত আপনার ব্লগ লিখতে পারবেন। ব্লগ লেখার ক্ষেত্রে আপনার কোন ধরনের সমস্যা হবে না।
ছবি যোগঃ আপনি আপনার ব্লগে ছবি যোগ করতে পারবেন। যে কোন সাইজের ছবি আপনি আপনার ব্লগ যোগ করতে পারবেন কোন ধরনের সমস্যা ছাড়া। আপনার মোবাইল ডিভাইসের ছবি সহজে ব্রাউজ করে যোগ করতে পারবেন।
ভিডিও যোগঃ ব্লগের মাধ্যমে ইউটিউব ভিডিও সার্চ করে সরাসরি ব্লগে যোগ করতে পারবেন। তবে ডিভাইস থেকে ভিডিও সরাসরি আপলোড করতে সমস্যা হয়।
পোষ্ট কাস্টমাইজেশনঃ পোষ্টে মধ্যে টাইটেল, এইচ২, এইচ৩, হেডিং যুক্ত করতে পারবেন। তাছাড়া লিষ্ট পোষ্ট, টেবিল পোষ্ট, পোষ্ট B, I, ইত্যাদি বিষয় গুলো যোগ করতে পারবেন।
ডাউনলোড ব্লগার অ্যাপঃ Download
২. ওয়ার্ডপ্রেস ব্লগিং অ্যাপ
আপনার ওয়েবসাইটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকলে আপনি ওয়ার্ডপ্রেস ব্লগিং অ্যাপ দিয়ে ব্লগ সাইটি মেইনটেইন করতে পারবেন।
পোষ্ট আপডেট, নতুন পোষ্ট, ছবি যুক্ত, ভিডিও যুক্ত, ফিচার ইমেজ, ব্লগ লিংক কাস্টমাইজ, ক্যাটাগরি তৈরি, প্লাগিন ইন্সটল, প্লাগিন রিমুভ করা সহ যাবতীয় কাজ ওয়ের্ডপ্রেস ব্লগিং এপস দিয়ে করতে পারবেন।
এই অ্যাপটি সম্পূন ভাবে ফ্রি। কিন্তু আপনার ওয়েবসাইটি ওয়ার্ডপ্রেস CMS প্লাটফর্মে থাকতে হবে।
ডাউনলোড ব্লগার অ্যাপসঃ Download
৩. গুগল Docs টেক্স এডিটর
গুগল Docs টেক্স এডিটর দিয়ে আপনি যে কোন ধরনের লেখা লিখতে পারবেন। আপনি চাইলে সম্পূর্ন ব্লগ পোষ্ট গুগল Docs লেখার পর কপি করে ব্লগারে বা ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন।
এই অ্যাপ আপনার লেখার ব্যাকাপ ফাইল হিসাবে কাজ করবে। যদি কোন কারনে আপনার পোস্ট ডিলেট হয়ে যায় ব্লগ ড্যাসবোর্ট থেকে তাহলে পরর্বতীতে গুগল Docs থেকে কপি করে ব্লগে পোষ্ট করতে পারবেন।
গুগল Docs কে লেখা গুলো আপনি অন্য মাধ্যমে শেয়ার করতে পারবেন। নিচের লিংক থেকে অ্যাপস টি ডাউনলোড করতে পারেন।
৪. ফটো এডিট অ্যাপস – Pixlr Express
প্রতিটি ব্লগের জন্য ছবি একটি গুরুত্বপূর্ন বিষয়। ভালো মিনিংফুল ছবি আপনার ব্লগ পোষ্টের এনগেজমেন্ট বৃদ্ধি করে। যদিও প্রথম দিকে মোবাইল দিয়ে ছবি এডিট করার সমস্যা হত।
কিন্তু মোবাইল Pixlr Express অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি ছবি এডিট করে ব্লগে যুক্ত করতে পারবেন। আপনি এই অ্যাপ দিয়ে যে কোন ফরমেটের ইমেজ এডিটি করার সুযোগ পাবেন।
আপনি এই অ্যাপের সাহায্যে ফটো সাইজ, কালার, টেক্স এডিটি, রেজুলেশন বৃদ্ধি বা কম করতে পারবেন। যা অন্য ফটো এডিটিং অ্যাপের থেকে ভিন্ন।
আপনি Pixlr Express অ্যাপ ব্যতিত অন্য ফটো এডিটিং অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন। আমি Pixlr Express ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
৫. ব্লগ ট্রাফিক এনালাইসিস – Google Analytics
আপনার ব্লগে কত জন ভিজিটর আসতেছে, কোন পেজে বেশি ক্ষন সময় ব্যয় করছে, ব্লগের কোন কোন পোষ্ট গুলো বেশি ভিউ হচ্ছে ইত্যাদি বিষয় গুলো জানার জন্য গুগল এনালাইটিক গুরুত্বপূর্ন অ্যাপস।
এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ব্লগের সমস্ত বিষয় গুলো বিস্তারিত আকারে জানতে পারবেন। যদি আপনি আপনার ব্লগের ভিজিটর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহরে গুগল এনালাইটিক অ্যাপ ছাড়া অন্য কোন ভাবে সম্ভব নয়।
- ভিজিটর কোন দেশ থেকে আসতেছে।
- কোন পোষ্টটি বেশি ভিউ হচ্ছে।
- বাউন্স রেট কত?
- ব্লগের কোন বিষয় গুলো উন্নতি করা দরকার।
- ব্লগের ভিজিটর গুলো কোন জায়গা থেকে বেশি আসতেছে। মানে, সরাসরি, সোশ্যাল প্লাটফর্ম, গুগল সার্চ ইত্যাদি।
- এবং ব্লগের কো পেষ্ট ভিজিট করতে ভিজিটরের কোন সমস্যা থাকলে জানতে পারবেন।
ডাউনলোড গুগল এনালাইটিক অ্যাপসঃ ডাউনলোড
৬. Buffer মোবাইল দিয়ে ব্লগ পোষ্ট শেয়ার করার অ্যাপ
ব্লগ পোষ্ট করার পর সেই পোষ্টটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করতে হয়। এখান ব্লগ পোষ্টের ইউআরএলটি এক এক করে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করাটা কঠিন কাজ।
বাফার এমন একটি প্লাটফম যার মাধ্যমে আপনি ফেসবুক, ইনস্টগ্রাম, টুইটার, ব্লগার, টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে আপনি আপনার পোষ্ট টি শেয়ার করতে পারবেন এক ক্লিকে।
আপনাকে প্রথমে বাফারে গিয়ে একাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনার সোশ্যাল মিডিয়া ও অন্য সকল পোষ্ট শেয়ার করা যায় এমন প্রোফাইল গুলোর সাথে সংযোগ স্থাপন করে দিতে হবে।
পরর্বতীতে আপনি আপনার ব্লগে কোন কিছু পোষ্ট করলে সেটি অটোমেটিক ভাবে অন্য সকল মাধ্যমে শেয়ার হয়ে যাবে।
ডাউনলোড Buffer অ্যাপসঃ Download
উপরের টুল গুলো ব্যবহার করে যে কেউ ব্লগ সাইটকে মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবে। তবে মাইক্রো ব্লগিং করার জন্য এই সকল অ্যাপের দরকার নেই। কারন প্রতিটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের নিজস্ব অ্যাপস আছে।
ধন্যবাদ
Click the above button to visit next page
You visited 1/10 pages