অনলাইন থেকে আয় করার মাইক্রো জব ওয়েবসাইট লিষ্ট

বর্তমানে অনলাইনে সার্চ করলে হাজার হাজার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ পাবেন যারা মাধ্যমে আপনি অর্থ আয় করতে পারবেন। সমস্যা হল এই সকল অ্যাপের ৯০% সঠিক নয়। আবার কিছু কিছু অ্যাপ সঠিক হলেও সেই সকল অ্যাপ থেকে আয় কৃত অর্থ উত্তোলন করা যায় না।

এই লেখার মাধ্যমে আমি বেশ কয়েকটি ওয়েবসাইটের সঠিক তথ্য তুলে ধরব যা ১০০% সত্য এবং যেখান থেকে আপনি আয় করতে পারবেন।

Amazon Mechanical Turk ( অনলাইন জব )

Amazon Mechanical Turk ছোট ছোট কাজ করে অনলাইন থেকে আয় করার একটি উপযুক্ত মাধ্যম। যদিও এই মাধ্যমের অনেক বাধ্যবাধকতা রয়েছে। বাধ্যবাধকতা বলতে সব সময় এই ওয়েবসাইটি কর্মী গ্রহন করে না। যেমন, বর্তমানে এই ওয়েবসাইটি বাংলাদেশ থেকে কোন ওয়ার্কার গ্রহন করছে না। কিন্তু ভবিষ্যতে আবার এই ওয়েবসাইটি ওয়ার্কার নেওয়া শুরু করবে।

mturk

Amazon Mechanical Turk থেকে কাজ করে কেমন পেমেন্ট পাওয়া যায়। সাধারনত একটি ছোট কাজের জন্য পয়েন্ট ২০ সেন্ট, পয়েন্ট ১৫ সেন্ট, পয়েন্ট ৩০ সেন্ট, ইত্যাদি পেমেন্ট করে থাকে। একজন ওয়ার্কার Amazon Mechanical Turk থেকে প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ ডলার আয় করতে পারবে।

Amazon Mechanical Turk যে সকল কাজ পাওয়া যায়। Image/Video Processing, Data Verification and Clean-up, Information Gathering, Data Processing.

অনলাইন আয় করার অ্যাপস Appen Apps Earning

১৯৯৬ সর্ব প্রথম Appen প্রতিষ্টিত হয়। Appen একটি অস্ট্রিলিয়ান প্রতিষ্টান বর্তমানে ১৭০ দেশে Appen এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং বর্তমানে Appen ১ মিলিয়ন কনট্রিবিউটর আছে যারা Appen এর সাথে জড়িত।

Appen একটি টেকনোলোজি কোম্পানি। Appen ডাটা কালেকশনের কাজ করে থাকে। ধরুন, আপনার একটি নতুন প্রতিষ্টান দিবেন অথবা বাজার কোন নতুন প্রডাক্ট ছারবেন এর জন্য বাজার সম্পর্কে জানা জরুরি। এই Appen আপনাকে সহযোগিতা করবেন আপনার বাজার এলাকার বা মার্কেট এলার তথ্য সংগ্রহের জন্য।

Appen Jobs

Appen আপনি কমন যে সকল কাজ পাবেন।

  • Data annotation
  • translation
  • transcription
  • speech collection
  • social media evaluation
  • search engine Evaluation
  • data entry

Appen একটি কমন কাজ হল social media evaluation। এই কাজের মধ্যে আপনাকে দেখতে হবে সোস্যাল মিডিয়াতে এড কি ভাবে শো হচ্ছে। সোস্যাল মিডিয়ার ফিড ব্যাক চ্যানেল গুলো ঠিক ভাবে কাজ করছে কি না। এবং সোস্যাল মিডিয়া সার্চ বারের রেজাল্ট সম্পর্কে আপনাকে বিস্তারিত কাজ করতে হবে।

Appen job discription

এই কাজের জন্য আপনাকে ঘন্টা প্রতি ১০ ডলার পেমেন্ট করা হবে। এবং আপনাকে অবশ্যই সপ্তাহে ৫ দিন কাজ করতে হবে। একটি বিষয় এখানে ভালো যে আপনি আপনার ইচ্ছা মত সময় নির্ধারন করে কাজ করতে পারবেন।

Appen Apps Earning

Appen যে কোন কাজ পাওয়ার জন্য আপনাকে একটি ছোট অ্যাপলিকেশন ফর্ম পূরন করতে হবে। আপনি যদি সেই কাজের যোগ্য হন তাহলে কাজ পাবেন। এবং প্রতিটি কাজের আগে আপনাকে একটি ছোট টেষ্ট দিতে হবে।

Appen Sing-up

অনলাইন ইনকামের ওয়েবসাইট Clickworker apps

প্রযুক্তিগত কোন পণ্য অনলাইনে পাবলিশ করার আগে কোম্পানি সেই পণ্যের মান যাচাই করে থাকে। এই পণ্যের মান যাচাই করে যাতে পণ্যের মধ্যে কোন ধরনের ক্রটি থাকলে যেন সহজে সমাধান করা যায়।

Clickworker তৃতীয় পক্ষ হয়ে কাজ করে। ধরুন, আপনি একটি এআই প্রযুক্তি তৈরি করেছেন এবং আপনি চাচ্ছেন শত শত মোবাইল বা ডেক্সটপ ডিভাইস থেকে এই প্রযুক্তিটির মান যাচাই করতে।

আপনার একার পক্ষে এই কাজটি কোন ভাবেই করা সম্ভব নয়। সুতরাং আপনাকে এমন কোন কোম্পানি কে হায়ার করতে হবে যাদের কাছে সোর্স আছে।

Clickworker apps

Clickworker টিক তেমন একটি কোম্পানি যাদের আগে থেকেই ওয়ার্কার রয়েছে। Clickworker বিভিন্ন ধরনের কাজ করে থাকে।

এখন প্রশ্ন হল আপনি ক্লিকওয়ার্কারে কিভাবে কাজ পাবেন। দেখুন ক্লিক ওয়ার্কারে কাজ পেতে গেলে একটি প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।

প্রথমে আপনাকে তাদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে। একটি বিষয় মাথায় রাখতে হবে যে কোন ভাবেই কোন ধরনের ভুল না হয়। সাইন আপ করা হয়ে গেলে আপনাকে একটি ডেমো এক্সাম দিতে হবে ভাষার উপর। আপনি যদি সেই পরীক্ষায় সঠিক ভাবে পাশ করতে পারেন তাহলে আপনি কাজ পাবেন।

Clickworker

বর্তমানে ক্লিকওয়ার্কারে 136 দেশে 3.6 মিলিয়ান ওয়ার্কার আছে। ক্লিকওয়ার্কার 4 ধরনের সেক্টরে কাজ করে থাকে।

  • AI & Data Science
  • eCommerce
  • Retail
  • Research

Join AS a Clickworker

এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে যে ক্লিকওয়ার্কারে কাজ করে আমি কত অর্থ আয় করতে পারবো। দেখুন এই সকল ওয়েবসাইটে থেকে আপনি প্রতি মাসে কিছু অর্থ আয় করবেন এটা যেমন সত্য ঠিক কত অর্থ আয় করতে পারবেন তা সঠিক ভাবে বলা সম্ভব নয় এটা তেমনি সত্য।

অনলাইনে পণ্য বা সার্ভিস টেষ্ট করে অর্থ আয় (Usertesting)

আপনাকে একটি প্রশ্ন করি, আপনি যখন কোন ওয়েবসাইট বা অ্যাপ ভিজিট করেন তখন আপনার এমনটা কি মনে হয় যে এই এই বিষয় গুলো যদি ওয়েবসাইট বা অ্যাপটি থেকে সহজে খুঁজে পাওয়া যেতো।

অবশ্যই এমন টা মনে হয়। কারন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেক প্রয়োজনীয় লিংক ওয়েবসাইট বা অ্যাপে সহজে খুঁজে পাওয়া যায় না।

কোন কোম্পানি তাদের ওয়েবসাইট বা অ্যাপ পাবলিশ করার পূর্বে বা পরে অনেক গুলো মানুষের দ্বারা তাদের ওয়েবসাইট এবং অ্যাপ ভিজিট করান। কারন, তারা দেখতে চান তাদের ওয়েবসাইটি আপনার কাছে কেমন লাগছে আপনি কোন কোন বিষয় গুলো খুঁজে পাচ্ছেন না বলে মনে হচ্ছে।

Usertesting

মোট বিষয় হল তারা সম্পূর্ন অ্যাপ বা ওয়েবসাইটির উপর একটি রিভিউ চান। এবং বোঝার চেষ্টা করেন যে কোন কোন বিষয় গুলো যোগ বা বিয়োগ করা দরকার তাদের অ্যাপ থেকে।

Usertesting ওয়েবসাইটি ঠিক একই কাজটি করে থাকে। আপনি একজন ওয়ার্কার হয়ে Usertesting ওয়েবসাইটে জয়েন করতে পারবেন। এবং Usertesting ওয়েবসাইট আপনাকে বিভিন্ন ধরনের কাজ দিবে। আপনাকে সেই অ্যাপ বা ওয়েবসাইট রিভিউ এর কাজ গুলো করতে হবে।

প্রতিটি ৫ মিনিট কাজের জন্য আপনি ৪ ডলার পাবেন। এবং প্রতিটি ২০ মিনিটের একটি কাজের জন্য ১০ ডলার পাবেন। যদি কখনো লাইভ ইন্টারভিউ দিতে হয়ে তাহলে প্রতি ইন্টারভিউ এর জন্য ৩০ থেকে শুরু করে ১২০ ডলার পর্যন্ত পাওয়া যায়।

কিভাবে Usertesting ওয়েবসাইটে জয়েন করব? Usertesting ওয়েবসাইটে জয়েন করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ সম্পূর্ণ হলে আপনাকে একটি টেষ্ট দিতে হবে, টেষ্ট দিয়ে পাস করতে পারলে আপনি Usertesting ওয়েবসাইটে একজন পরিপূর্ণ ওয়ার্কার হয়ে যাবেন।

Join Usertesting Website

Join Trymyui Website

Join Ysense Website

Our Privacy Policy

অনলাইন Transcription  জব

Transcription বিষয়টা কি একটু বুঝা যাক। আমি আপনাকে একটি বাংলা অডিও/ভিডিও ফাইল দিলাম এখন আপনাকে সেই বাংলা অডিও/ভিডিও ফাইলটি শুনে শুনে লিখতে হবে।

এক্ষেত্রে আপনাকে দেওয়া হবে ইংরেজী অডিও/ভিডিও যা শুনে শুনে বা দেখে আপনাকে লিখতে হবে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছে।

অনলাইনে অনেক Transcription  জব বর্তমানে পাওয়া যায়। Transcription  জব করে প্রতি মাসে আপনি ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

scribie

Scribie একটি ওয়েবসাইট যারা Transcription কাজ প্রদান করে। এখন প্রশ্ন হল এই Transcription কাজ আপনি কি ভাবে পাবেন। এই কাজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইংরেজী ভাষার উপর দক্ষতা থাকতে হবে। ইংরেজী ভাষার উপর দক্ষতা ছাড়া আপনি Transcription জব করতে পারবেন না।

scribie jobs

প্রথম অবস্থায় কাজ পাওয়ার জন্য আপনাকে একটি টেষ্ট দিতে হবে। আপনি সেই টেষ্টে পাস করলে Transcription কাজ করার জন্য অনুমতি পাবেন।

ফেসবুক ভিডিও থেকে কিভাবে আয় করবেন

মাইক্রো ওয়ার্ক কি?

মাইক্রো ওয়ার্ক হল ছোট ছোট কাজ যেমন ব্লগ শেয়ার, কমেন্ট, লাইক, ওয়েবসাইট ভিজিট, ডাটা কলেকশন, সাইন-আপ, সার্ভে, এক্সটেনশন এড, ইত্যাদি কাজ গুলোকে মাইক্রো ওয়ার্ক বলে।

মাইক্রো ওয়ার্ক করে কত টাকা ইনকাম করা যায়?

মাইক্রো ওয়ার্ক করে প্রতি মাসে আপনি আপনার হাত খরচ চালাতে পারবেন। মাইক্রো এক ধরনের ফ্রিল্যান্সিং কাজ। তাবে এই ধরনের কাজ করার জন্য আপনাকে কোন ধরনের প্রতিযোগিতা করতে হয় না।

কারন আপনি যে সকল ওয়েবসাইটে এই কাজ গুলো করবেন সেই সকল ওয়েবসাইটে এই কাজ গুলো সব সময় থাকে। সমস্যা হল লিমিটেড কাজ করতে পারবেন।

আমি মাইক্রো ওয়ার্কার হতে চাই।

মাইক্রো ওয়ার্কার হওয়ার জন্য নিদিষ্ট ওয়েবসাইটে গিয়ে একাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে।

একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে কিছু কাজ দেওয়া হবে। যদি সঠিক ভাবে সকল কাজ করতে পারেন তাহলে আপনার একাউন্টটি একটিভ হবে।
Join Picoworkers

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar