মাইক্রোব্লগিং কি?। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট

মাইক্রোব্লগিং হল ছোট পোষ্ট, ছবি, ভিডিও শেয়ার করার ওয়েবসাইট। যেখানে প্রতিটি মাইক্রো ব্লগার একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং পোষ্ট শেয়ার, লাইক, কমেন্ট করতে পারে। বর্তমানে জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট হল টুইটার এবং টাম্বলার।

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট গুলোর কিছু নিদিষ্ট রুল থাকে। যার মধ্যে থেকে আপনাকে আপনার প্রোফাইল মেইনটেইন করতে হয়।

মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের সুবিধা

১. খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করা যায়। এবং পোষ্ট করা ভিডিও, অডিও, লিংক, ছবি, ইত্যাদি বিষয় গুলো শেয়ার করা যায়।

২. নতুন এবং ভাইরাল বিষয় গুলো শেয়ার করা যায়। এবং আপনি নতুন কোন টপিক সবার সাথে শেয়ার করতে পারবেন।

৩. অনেক পরিশ্রম ছাড়াই আপনার মতামত গুলো সবার সাথে শেয়ার করতে পারবেন।

মাইক্রো ব্লগারের পোষ্ট গুলো তেমন একটা গুগল সার্চে আসে না। কারন মাইক্রো ব্লগিং প্লাটফর্ম গুলোর লক্ষ এবং উদ্দেশ্য ভিন্ন।

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট

  1. টুইটার
  2. টাম্বলার
  3. পিন্টারেস্ট
  4. লিঙ্কডইন
  5. ফেসবুক
  6. ইনস্টাগ্রাম

টুইটার

টুইটার মাইক্রো ব্লগিং ওয়েবসাইট গুলোর ওজি। টুইটার একটি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম নয়, তার সাথে একটি জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম।

টুইটারে আপনি আপনার নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন। যেখান থেকে পোষ্ট, ছবি, ভিডিও, GIF, লিংক, অডিও, আরও অনেক কিছু শেয়ার করতে পারবেন। একই সাথে আপনি ২৮০ ওয়ার্ডের মধ্যে লেখা টুইট করতে পারবেন।

টাম্বলার

টাম্বলারে প্রায় ৫০০ মিলিয়ন ব্লগ আছে। টাম্বলারে ব্লগ তৈরি করলে আপনি ড্যাশবোর্ড পাবেন। যেখান থেকে আপনি আপনার ব্লগ পরিচালনা করতে পারবেন।

টাম্বলারে টেক্স, ইমেজ, ভিডিও, অডিও ফাইল, ইত্যাদি শেয়ার করা যায়। একই সাথে অন্যের ব্লগে পোষ্ট কমেন্ট করা যায়।

পিন্টারেস্ট

পিন্টারেস্ট অন্য সকল মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের থেকে ভিন্ন। এই প্লাটফর্মে আপনি নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন। পিন্টারেস্ট সম্পূর্ন ভাবে ভিজুয়াল একটি মাধ্যম।

নিদিষ্ট বিষয়ের উপর ছবি গুলো সংগ্রহ করতে, নিজে ছবি আপলোড, ছবি পিন, করতে পারবেন। আপনি অন্যের প্রোফাইল অনুসরন করতে পারবেন।

লিঙ্কডইন

অনলাইন ভিত্তিক ব্যবসার ব্যাক্তির জন্য লিঙ্কডইন জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। একই সাথে লিঙ্কডইন মাইক্রো ব্লগিং ওয়েবসাইট।

আপনি বিভিন্ন ধরনের বিষয় ভিত্তিক টপিক নিয়ে লেখাখেলি করতে পারবেন। লিঙ্কডইনে আপনি দীর্ঘ কন্টেন্ট লিখতে পারবেন। আপনার পোস্টের একটিভিটি চেক করতে পারবেন।

আপনি একটি বিষয় লক্ষ করলে বুঝতে পারবেন বেশির ভাগ জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো মাইক্রো ব্লগিং ওয়েবসাইট।

কারন, হল সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে যে কোন টপিকের শর্ট ফর্ম নিয়ে আলো চনা করা হয়। এই কারন মানুষ একই ধরনের বিষয় ভিন্ন ভিন্ন ভাবে শেয়ার করে। যার ফলে একজন রির্ডার একই বিষয় ভিন্ন ভিন্ন ভাবে বুঝতে পারে।

ফেসবুক

ফেসবুক সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয়। শুধু জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম না। একই সাথে শক্তিশালী মাইক্রো ব্লগিং ওয়েবসাইট।

ফেসবুকে প্রোফাইল তৈরি করে লেখা, ছবি, ভিডিও, GIFs, আপনার ইমোশন, বর্তমানে কিকরছেন, লোকেশন শেয়ার সহ অনেক কিছু করতে পারবেন।

ফেসবুকের মাধ্যমে পোল তৈরি, নন-প্রফিট ডোনেশন, প্রশ্ন-উত্তর, ফান লিষ্ট, ফেসবুক স্টোরি, রেকর্ড লাইফ ভিডিও, বন্ধুর সাথে ম্যাসেস, কল, ভিডিও চাট, গ্রুপ তৈরি, ইভেন্ট, পন্য বিক্রি, গেম খেলা সহ অনেক ধরনের কাজ করা যায়।

ইন্সটাগ্রাম

নিজের ভিডিও এবং ছবি শেয়ার করার জনপ্রিয় একটি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। ইন্সটাগ্রামে আপনি ২,২০০ ওয়ার্ডের লেখা শেয়ার করতে পারবেন। ইন্সটাগ্রাম একই ভিজুয়ার প্লাটফর্ম।

কিছু মিডিয়া আউটলেট এমনকি ইন্সটাগ্রামের সাহায্য করছে সাংবাদিকতার একটি নতুন পর্ব তৈরি করতে যা দৃষ্টিকটু আর্টিকেল তৈরির উপর ফোকাস করে।

ইনস্টাগ্রামে, আপনি অন্যান্য প্রোফাইল জনপ্রিয় হ্যাশট্যাগগুলি যোগ করতে পারেন। দীর্ঘ ফর্মের ভিডিও এবং Instagram দেখাতে পারেন, পোস্টগুলিতে মন্তব্য করতে পারেন, পোস্টগুলিতে আপনার বন্ধুদের ট্যাগ করতে পারেন এবং তাদের সরাসরি বার্তা পাঠাতে পারেন৷

মাইক্রো ব্লগিং উদাহরন

আপনি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট গুলো সম্পর্কে জানলেন। এবার আপনি দেখুন মাইক্রো ব্লগিং ওয়েবসাইট গুলতে কিভাবে পোষ্ট করা হয়।

Kyle Sabraw Facebook Group Post

Kyle Sabraw Facebook Profile

Kyle Sabraw একটি ফেসবুক গ্রুপে লোকাল এসইও নিয়ে নিয়মিত পোষ্ট করে থাকে। পোষ্ট গুলো সব সময় লোকাল এসইও নিয়ে আপডেট দিয়ে থাকে। এবং অনেক মানুষ উনার এই পোষ্ট গুরো পছন্দ করে।

Porshi ইনস্টাগ্রাম প্রোফাইল

Porshi Instagram Profile

পরশী একজন বাংলাদেশী গায়িকা। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় ২.২ মিলিয়ন ফলোয়ার আছে। একটি প্রশ্ন হল ব্লগিং করার উদ্দেশ্য কি? ব্লগিং করার উদ্দেশ্য হল ভিজিটর তৈরি করা।

ভিজিটর তৈরি করার জন্য আপনাকে ব্লগিং করতে হবে এমন কোন কথা নেই। আপনি মাইক্রো ব্লগিং করে লক্ষ লক্ষ ভিজিটরের সাথে কানেক্ট করতে পারবেন।

হ্যাঁ আপনি হয়তো পরশী না। কিন্তু অনেক ইনস্টাগ্রাম প্রোফাইল আছে যারা শূণ্য থেকে শুরু করে আজকে লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করেছে।

মাইক্রো ব্লগিং করার ক্ষেত্রে সার্চ ইনটেন্ট, ইনডেক্সিং, সাইট-ম্যাপ সেটাপ সহ হাজার হাজার ব্লগিং কাজের কোন দরকার হয় না।

Ahrefs এসইও টুল প্রোফাইল টুইটার

Ahrefs Online SEO Tools Profile

Ahrefs তাদের ব্যবসার পরিধি বিস্তার করার জন্য টুইটারের মত মাইক্রো ব্লগিং ওয়েবসাইট গুলো যথার্থ ব্যবহার করতে জানে।

গুগল সার্চ থেকে ভিজিটর পাওয়ার শর্তেও তারা তাদের ব্যবসাকে টুইটারে প্রমোট করে থাকে। টুলটির ভিন্ন ধরনের আপডেট অথবা এসইও রিলেটেড বিষয় গুলো নিয়ে আপডেট দিয়ে থাকে।

টুইটারে সুবিধাটা হল তাৎক্ষনিক ভিজিটর এনগেজ মেন্ট পাওয়া যা ব্লগিং করে পাওয়া সম্ভব নয়। টুইটারে কোন পোষ্ট করলে সাথে সাথে মানুষ সেই পোষ্টে রিয়েক্ট করে তাদের মতামত শেয়ার করে।

ব্যবসার পরিধি বিস্তার করার লক্ষে যে কোন ব্যক্তি বা প্রতিষ্টান মাইক্রো ব্লগ গুলো ব্যবহার করতে জানে।

শেষ কথা

আপনি মাইক্রো ব্লগিং অথবা ব্লগিং করেন না কেন আপনাকে একটি কৌশল নির্ধারন করতে হবে। আপনি যে প্লাটফর্মে আপনার সার্ভিস বা আপনাকে প্রমোট করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত জানা থাকলে কাজটি করা সুবিধা হবে।

একজন সাধারন মানুষ কিভাবে সোস্যাল মিডিয়া প্লাটফর্মে এতো জনপ্রিয় হল তা আপনাকে জানতে হবে। আপনার ভিডিও এবং পোষ্ট তৈরি করার আগে রিসার্স করতে হবে। একই সাথে মাইক্রো ব্লগিং করে অর্থ ইনকাম করা সম্ভব।

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar