ফ্রি গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স কিভাবে শুরু করবেন

গুগল ডিজিটাল গ্যারেজ এর অধিনে ডিজিটাল মার্কেটিং কোর্স করিয়ে থাকে। সম্পূর্ণ কোর্স ফ্রি করা যায়। এবং কোর্স শেষে আপনি সার্টিফিকেট পাবেন। গুগল ডিজিটাল গ্যারেজে তিন ধরনের ক্যাটাগরি আছে। এবং সর্ব মোট ১৫৬ টি কোর্স আছে।

কোর্স ক্যাটাগির

  • Digital Marketing
  • Career Development
  • Data

এই লেখার মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব কিভাবে গুগল গ্যারেজের ফ্রি কোর্স গুলো শুরু করবেন। এবং কোর্স শেষে কি ধরনের সার্টিফিকেট পাবেন।

গুগল ডিজিটাল গ্যারেজে ফ্রি ৩২ টি কোর্স আছে তার মধ্য থেকে যে গুলো খুবেই গুরুত্বপূর্ণ। নিম্নে কোর্স গুলো আপনার ডিজিটাল মার্কেটিং দক্ষতা বৃদ্ধি করবে শত ভাগ।

  • Fundamentals of Digital Marketing
  • Get a Business Online
  • Make Sure Customers Find You Online
  • Promote a business iwth online advertising
  • Expand a business to other countries
  • Connect with customers over mobile
  • Promote a business with content
  • Understand customers needs and online behaviours
  • How to enhance and protect your online campaign
  • Customer Segmentation and Prospecting
  • Content, Advertising & Social IMC
  • Marketing in a Digital World
  • What is Social?
  • Marketing Analytics
  • Google Ads Search
  • Google Ads Display
  • Google Ads Measurement
  • Shopping Ads
  • Google Ads Video
  • Create a Presentation `All About a Topic”
  • Create a Photo Journal in Google Docs
  • Learn How to Create Google Search Campaigns
  • Create and Manage Google Ads Video Campaigns
  • Learn How to Create and Optimize Google Di

কোর্স সম্পর্কিত কিছু কমন প্রশ্ন এবং উত্তর

কোর্স শুরু বা শেষ করার জন্য কোন সময় নিদিষ্ট আছে কি?

কোর্স গুলো সম্পূর্ন ভাবে অনলাইনে করা হবে। সুতরাং আপনি আপনার ইচ্ছামত আপনার কোর্সের ভিডিও দেখে কোর্স গুলো শেষ করতে পারবেন। আপনি দিন বা রাতে আপনার পছন্দ মত সময় ঠিক করে কোর্স গুলো করতে পারবেন।

আপনি চাইলে কোর্সের একটি ভিডিও আজকে সকালে দেখলেন অন্য ভিডিওটি ১০ দিন পরেও দেখতে পারেন। আপনি আপনার ইচ্ছামত কোর্স শুরু এবং শেষ করবেন। আপনি চাইলে কোর্স শুরু করে শেষ নাও করতে পারেন এতে কোন সমস্যা নেই। এটা সম্পূর্ন স্বাধীন।

এক সাথে কত গুলো কোর্স করা যাবে?

জি, আপনি একই সাথে অনেক গুলো কোর্স করতে পারবেন। ধরুন, আপনি কন্টেন্ট রাইটিং কোর্সটি করা শুরু করলেন এবং একই সাথে বিজনেস কমিনিউকেশন কোর্সটি করা শুরু করতে পারবেন।

সার্টিফিকেট কি সিভিতে উল্লেখ্য করা যাবে?

অব্যশই আপনি সার্টিফিকেটটি আপনার সিভিতে উল্লেখ্য করতে পারবেন। এবং আপনি এই সার্টিফিকেটের মূল্যায়ন চাকরি ক্ষেত্রে পাবেন।

ফ্রি গুগল ডিজিটাল গ্যারেজের কোর্স গুলো যে ভাবে শুরু করবেন

প্রথম প্রয়োজন হবে একটি জিমেইল অ্যাড্রেসের। জিমেইল একাউন্ট না থাকলে ক্রিয়েট করে নিতে হবে। নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন।

Google Digital Garage

ধাপ-১ঃ উপরের দেওয়া লিংকে প্রবেশ করার পর আপনার জিমেইল আইডি দিয়ে সাইন-আপ ( রেজিঃ ) করতে হবে। Register with Google ক্লিক করলে আপনার সামনে একটি পপ-আপ আসবে। এবার ইমেইল এবং পাচওয়ার্ড দিন।

Google Digital Garage Register
Create Google Digital Garage Account

ধাপ-২ঃ ইমেইল এবং পাচওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের পেজটি দেখতে পাবেন। এবার আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিন। এবং আপনার কাছে কিছু পারমিশন চাইবে। আপনি চাইলে ইয়েচ প্লিজ বা নো থ্যাংকে টিক দিতে পারেন। সব শেষে টার্ম এবং কন্ডিশন বাটনে ক্লিক দিয়ে কম্পিলিট বাটনে ওকে করে রেজিঃ সম্পর্ন করুন।

Complete your Profile
Complete Your Profile

ধাপ-৩ঃ কম্পিলিট বাটনে প্রেস করার পর নিচের অপশনটি আসবে।

Find Course
Find Course

ধাপ-৪ঃ Find Courses প্রেস করুন। ডিজিটাল গ্যারেজের যত গুলো কোর্স আছে আপনি সকল কোর্স দেখতে পাবেন।

Online Course List
Course List

ধাপ-৫ঃ এখান থেকে যে কোন একটি কোর্স সিলেক্ট করুন।

Start Course
Start Course

Start কোর্সে ইন্টার করুন। আপনি এই পেজে যে কোর্সটি করবেন সেই কোর্সটি বিষয়ে বিস্তারিত ধারনা পাবেন যেমন, কত গুলো ভিডিও, কত ঘন্টা সময় লাগবে? কোন কোন বিষয় কোর্সের ভিতর আছে? ইত্যাদি।

Course Details
Course Details

ধাপ-৬ঃ Start কোর্সে ইন্টার করার পর Start বাটনে চাপ দিয়ে কোর্সটি চালু করুন।

Start Your Course Now
Start Course First Video

Start বাটনে চাপ দিলেই কোর্সটির প্রথম ভিডিও চালু হয়ে যাবে।

কোর্সের প্রতিটি ভিডিও শেষ করার পর আপনাকে একই কয়ে কুইজ দিতে হবে। কুইজটি হবে আপনি যে ভিডিওটি দেখলেন তার উপর। কুইজটির সঠিক ভাবে সম্পূন হলে আপনি দ্বিতীয় ভিডিও দেখতে পাবেন। যদি কুইজটি সম্পূন করতে না পারেন তাহলে কোর্সের দ্বিতীয় ভিডিওতে যেতে পারবেন না।

কোর্সের প্রতিটি ভিডিও শেষ করে আপনাকে ফাইনাল কুইজ দিতে হবে। ফাইনাল কুইজটি সম্পূর্ন করতে পারলে আপনি সার্টিফিকেট পাবেন।

গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স গুলো কোন ভাষায় করানো হয়?

গুগলের ডিজিটাল মার্কেটিং কোর্স গুলো ইংরেজী ভাষায় করানো হয়। সুতরাং এই কোর্স গুলো ভালো ভাবে বুঝতে হলে আপনাকে ইংরেজী ভাষা বুঝতে হবে।

আপনি যদি ইংরেজী ভাষা বলতে বা লিখেতে না পারেন সমস্যা নেই। কিন্তু আপনাকে ইংরেজী ভাষা বোঝার ক্ষমতা থাকতে হবে।

প্রতিটি কোর্স শেষ করার জন্য কত দিন সময় লাগে?

প্রতিটি কোর্স তাদের ধরন ও অধ্যায় অনুযায়ি সময় দীর্ঘ হয়। ধরুন একটি কোর্স ২০ ঘন্টার। আপনি চাইলে ২০ ঘন্টা এক দিনে করে কোর্স টি শেষ করতে পারেন।

আবার আপনি চাইলে ২০ ঘন্টার কোর্স ২০ দিনে শেষ করতে পারেন। এটা সম্পূর্ন ভাবে নির্ভর করবে আপনার উপর।

কোর্স শেষে পরীক্ষার জন্য সময় নির্ধারন থাকে কী?

কোর্স শেষে পরীক্ষা দেওয়ার জন্য সময় নির্ধারন থাকে না। আপনি আপনার ইচ্ছামত পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রতিটি অধ্যায় শেষ করার পর পরীক্ষা দিতে হবে।

প্রথম পরীক্ষা শেষ হলে দ্বিতীয় অধ্যায় শুরু করতে পারবেন। দ্বিতীয় অধ্যায় শুরু করার জন্য আপনাকে অবশ্যই প্রথম অধ্যায় শেষ করতে হবে।

শেষ কথা

শুধু গুগল গ্যারেজে কোর্স গুলো ডিজিটাল মার্কেটিং শেখার শেষ অধ্যায় নয়। আরও অনেক ধরনের কোর্স রয়েছে যেমন ইমেইল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইত্যাদি।

আপনার সকল বিষয়ে দক্ষ হওয়ার দরকার নেই। একই অধ্যায়ের দুইটি থেকে তিনটি বিষয়ে দক্ষ হলে হবে। তবে প্রতিটি বিষয়ে বেসিক ধারনা থাকাটা জরুরি।

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar