কিভাবে ব্লগার হওয়া যায় । ব্লগার হওয়ার নিয়ম । ব্লগ শুরু

ব্লগার হওয়ার নিয়ম গুলো জানা থাকলে বুঝতে পারবেন কিভাবে শুরু করবে। আজকে এই লেখাটি পড়ার পর আশা করছি আপনার কোন সমস্যা থাকবে না। আপনি ‍বুঝতে পারবেন কিভাবে ব্লগার হওয়া যায়?

এই লেখার মাধ্যমে জানতে পারবেন ব্লগার হওয়ার জন্য আপনার কি কি লাগবে? এবং একই সাথে কিভাবে ব্লগিং শুরু করবেন? তাহলে চলুন শুরু করা যাক……

ব্লগার হওয়ার জন্য যা লাগবে

আপনি যেহেতু ব্লগিং অনলাইনে করতে হয় সেহেতু ব্লগার হওয়ার জন্য আপনার জন্য প্রথমে যেটা দরকার সেটা হল একটি ল্যাপটম, পিসি, বা অ্যাড্রেয়েড মোবাইল ফোন। সেই সাথে আপনার ইন্টারনেট সংযোগ লাগবে।

আপনি একজন ব্লগার তার মানে আপনার একটি ব্লগ সাইট লাগবে। ব্লগ সাইটে আপনি ফ্রি এবং পেইড দুই ভাবে করতে পারবেন।

প্রথম অবস্থায় আপনি ফ্রি ব্লগ সাইট ওপেন করে ব্লগিং শুরু করতে পারবেন। আবার আপনি চাইলে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে শুরু করতে পারবেন।

৫ জিবি হোস্টিং এবং ১টি ডট কম ডোমেইন ক্রয় করার জন্য ১৫০০ টাকা মত খরচ হতে পারে।

ব্লগ লেখার নিয়ম

ব্লগার হওয়ার জন্য ফ্রি ব্লগ সাইট গুলো হল

Blogspot

Weebly

WordPress

Wix

SiteGoogle

Tumbler

উপরের সাইট গুলো ছাড়া আরও ওয়েবসাইট আছে যারা মাধ্যমে আপনি ফ্রি ব্লগিং শুরু করতে পারবেন। ফ্রি ব্লগিং করার জন্য ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হয় না।

বি.দ্রঃ তুলনামূলক ভাবে ফ্রি ব্লগ প্রোফেশনাল ভাবে কাজ করার জন্য নয়। আপনি প্রফেশনাল ব্লগার হতে চাইলে পেইড ব্লগিং বেশি ভালো।

মোবাইল দিয়ে ব্লগিং

ব্লগার হওয়ার জন্য নিয়ম গুলো

  • ব্লগার হতে চাওয়ার প্রথম শর্ত হল লিখতে জানতে হবে। আপনি যদি লিখতে না জানেন সেই ক্ষেত্রে আপনার জন্য ব্লগিং নয়। আপনাকে যে কোন বিষয় গুছিয়ে লিখতে জানতে হবে।
  • ব্লগে ছবি যোগ করা, ব্লগের পোষ্টের টাইটেল দেওয়া, সাব-হেডিং যোগ করা, ভিডিও যোগ করা, ব্লগ পোষ্ট তৈরি এবং পাবলিশ করা, ইত্যাদি বিষয় গুলো জানতে হবে।
  • এছাড়া ব্লগের পারমালিংক, ফিচার ইমেজ, ব্লগ কাস্টমাইজেশন, ট্যাগ, ক্যাটাগরি, ইত্যাদি টেকনিক্যাল বিষয় গুলো জানতে হবে।
  • বেসিক এসইও যেমন গুগল সার্চ কনসোল সেটাপ, সাইটম্যাপ সাবমিশন, গুগল এনালাইটিক, গুগল ট্যাগ ম্যানেজার, বিষয় গুলো জানতে হবে।
  • প্রফেশনাল ব্লগার জন্য ব্লগ মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ব্লগটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মাইক্রোব্লগিং ওয়েবসাইটে কিভাবে মার্কেটিং করবেন সেটা জানতে হবে।

নোটঃ উপরের প্রতিটি বিষয় না জেনেও আপনি ব্লগার হতে পারবেন। শুধু আপনাকে জানতে হবে কিভাবে ব্লগ পোষ্ট তৈরি এবং পাবলিশ করে?

তবে আপনি প্রফেশনাল ব্লগার হতে চাইলে উপরের নিয়ম গুলো জানা থাকলে ভালো হয়। উপরের নিয়ম গুলো জানা থাকলে আপনি আপনার ব্লগকে সহজে প্রতিষ্টিত করতে পারবেন।

ব্লগ টাইটেল লেখার নিয়ম

আশা করছি উপরের বিষয় গুলো পড়ে এটা বুঝতে পারছেন কিভাবে ব্লগার হওয়া যায়। এবং ব্লগার হওয়ার জন্য কি কি করতে হবে?

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar